সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য
সাম্য হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (১৪মে) উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্য হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সাম্য হত্যাকাণ্ডের ব্যাপারে কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে, ১৮মের মধ্যে ০১৭৭৫৫৫০৬১৪ হোয়াটসঅ্যাপ নম্বরে সেই তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া কেউ যদি সশরীরে হাজির হয়ে তথ্য দিতে চান, তাকে ১৮ মে বিকেল সাড়ে চারটায় কলা ভবনের ডিন অফিসে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কিছু দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।