সন্ধ্যায় চালু হচ্ছে ঢাবির সুইমিংপুল | বিশ্ববিদ্যালয় নিউজ

সন্ধ্যায় চালু হচ্ছে ঢাবির সুইমিংপুল

মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষক #শিক্ষার্থী

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল। শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ সুইমিংপুল ব্যবহার করতে পারবেন।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি উদ্বোধন করবেন। রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে।

মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।

এর আগে, গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনার পর থেকেই বন্ধ ছিল সুইমিংপুল।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষক #শিক্ষার্থী