ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের সাবেক ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত থাকবেন এবং বর্তমান রেজিস্ট্রার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখবে।
তবে কমিটি প্রয়োজন মনে করলে বহিস্থ/আভ্যন্তরীণ আরও তিনজন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে।