ছবি : সংগৃহীত
নাম পরিবর্তনের দাবিতে চলমান অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফায়েজ, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের অনশন ভাঙান। পরে শিক্ষার্থীরা ইউজিসি ত্যাগ করেন।
শিক্ষার্থীরা জানান, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফায়েজ নাম পরিবর্তনের দায়িত্ব নিয়েছেন। ইউজিসির আশ্বাসেই তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। বর্তমানে তারা বাসে অবস্থান করছেন।
ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, ইউজিসির চেয়ারম্যান, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি শিক্ষার্থীদের জুস ও পানি দিয়ে অনশন ভাঙান। পরে ছাত্ররা ইউজিসি ত্যাগ করেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে ইউজিসি কার্যালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা টানা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে গতকাল (বুধবার) ইউজিসি প্রাঙ্গণে শুরু হয় অনশন, যা প্রায় ৩২ ঘণ্টা পর ভাঙেন তারা।
জানা গেছে, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নামের জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।