ডিপ্লোমায় সমাপনী পরীক্ষার তারিখ প্রকাশ | কারিগরি নিউজ

ডিপ্লোমায় সমাপনী পরীক্ষার তারিখ প্রকাশ

অনলাইনে ফরম ফিল আপের সময় ১২ মে থেকে ২২ মে পর্যন্ত, ফি প্রদানের সময় ২৫ ও ২৬ মে, বিলম্ব ফিসহ ফরম ফিল আপ ও ফি প্রদানের শেষ তারিখ ২৭ মে, প্রতিষ্ঠান কর্তৃক প্রিন্টআউটের হার্ডকপি ও ফি জমাদানের রশিদ জমা দেয়ার শেষ সময় ২৫ মে থেকে ২৯ মে, প্রতিষ্ঠানের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করার সময় ১৫ ও ১৬ জুন।

#ডিপ্লোমা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদের ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিসারিজ, লাইভস্টক ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের ২০২৪ বোর্ড সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে ১৮ জুন।

বৃহস্পতিবার (৮ মে ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ফরম ফিল আপ, ফি জমা, প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বলা হয়েছে- অনলাইনে ফরম ফিল আপের সময় ১২ মে থেকে ২২ মে পর্যন্ত, ফি প্রদানের সময় ২৫ ও ২৬ মে, বিলম্ব ফিসহ ফরম ফিল আপ ও ফি প্রদানের শেষ তারিখ ২৭ মে, প্রতিষ্ঠান কর্তৃক প্রিন্টআউটের হার্ডকপি ও ফি জমাদানের রশিদ জমা দেয়ার শেষ সময় ২৫ মে থেকে ২৯ মে, প্রতিষ্ঠানের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করার সময় ১৫ ও ১৬ জুন। প্রবেশপত্র কালার প্রিন্টারে প্রিন্ট করতে হবে।

এছাড়াও, নির্ধারিত ২৫ মে তারিখের পর প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা জরিমানাসহ ব্যাংক ড্রাফট জমাদানের শেষ তারিখ ২৮ মে। তবে শুধু পরীক্ষা নিয়ন্ত্রকের অনুমতি সাপেক্ষে এই সুযোগ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্ব নিয়মিত ও দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্ব অনিয়মিত (প্রবিধান-২০২২) এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ (প্রবিধান-২০১১), ডিপ্লোমা ইন লাইভস্টক (প্রবিধান-২০১৬), ডিপ্লোমা ইন ফরেস্ট্রি (প্রবিধান-২০১৪) নিয়মিত/অনিয়মিত বোর্ড সমাপনী পরীক্ষা-২০২৪ (বিজোড় পর্ব) বোর্ড থেকে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ফরম পূরণের ব্যাপারে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম ফিল আপ সম্পন্ন করতে হবে।

পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে অনলাইনে পাঠানো হবে। এক্ষেত্রে কেন্দ্রে নিরবিচ্ছন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে। অনলাইনে ফরম ফিল আপের ফাইনাল লিস্টে থাকা সব শিক্ষার্থীকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। একজন পরীক্ষার্থীকে মূলপর্বে একটি মাত্র হাজিরা শিট ব্যবহার করতে হবে। পরিপূরক বিষয় পরীক্ষার জন্য আলাদা হাজিরা ব্যবহার করা যাবে না, অনুপস্থিত পরীক্ষার্থীদের হাজিরা শিট তৈরি করতে হবে এবং হল পরিদর্শকের দ্বারা বিষয়ভিত্তিক তারিখ অনুপস্থিত লিখে হাজিরা শিটে স্বাক্ষর করতে হবে এবং তা ওই তারিখে অনলাইনে অনুপস্থিত তালিকা প্রেরণ করে হার্ড কপি সংরক্ষণ করে হাজিরা সিটের সঙ্গে বোর্ডে জমা দিতে হবে।

কোনো হাজিরা শিটের ফটোকপি বা প্রিন্ট কপি গ্রহণযোগ্য হবে না।

রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে পুনঃভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের কারিকুলাম শাখার অনুমোদন পত্রের সঙ্গে আগের প্রবেশপত্র ও ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।

আরো বলা হয়েছে, ২০২২ প্রবিধান ছাড়া আগের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে তৃতীয় পর্ব অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা শুধু লিথোবিহীন উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়িত হবে।

যে সব প্রতিষ্ঠানের মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা পরিবর্তন হয়েছে, তাদেরকে ২৯ মের মধ্যে নতুন মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা পরীক্ষা শাখার [email protected] অথবা হাতে হাতে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

#ডিপ্লোমা