এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষকদের পদযাত্রা | স্কুল নিউজ

এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষকদের পদযাত্রা

প্রতিবন্ধীদের স্কুল স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ পাঁচদফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছেন শিক্ষক-কর্মচারীরা।

#স্কুল #শিক্ষক #শিক্ষার্থী

প্রতিবন্ধীদের স্কুল স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ পাঁচদফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছেন শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করেন তারা।

এসময় শিক্ষকরা স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও চাই’।

তারা বলেন, ২০১৯ খ্রিষ্টাব্দের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওর জন্য আবেদনের প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রাথমিক যাচাই-বাছাই শেষে আবেদন গ্রহণ করে।

পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯-এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ, এবং গ এই তিন শ্রেণিতে বিভক্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যা অত্যন্ত ধীরগতির। ফলে, সারাদেশের শিক্ষক-কর্মচারী অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে।

মানবেতর জীবন-যাপনকারী শিক্ষক-কর্মচারীদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের এই প্রচেষ্টা সরকারের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।

শিক্ষক-কর্মচারীদের পাঁচদফা দাবি হলো- অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে। সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষোপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেয়া ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

#স্কুল #শিক্ষক #শিক্ষার্থী