ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি: উদ্বিগ্ন না হওয়ার আহ্বান | পরীক্ষা নিউজ

ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি: উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসঙ্গতি বিষয়ে উত্থাপিত অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

#পরীক্ষা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি নিয়ে প্রশ্ন ওঠা প্রসঙ্গে অভিযোগ খতিয়ে দেখছে ঢাবি প্রশাসন।

এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না০হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) ভর্তি পরিক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় ৪টি প্রশ্ন রিপিট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসঙ্গতি বিষয়ে উত্থাপিত অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে কার্যক্রম চলছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন না-হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতির অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, একই সেটের প্রশ্ন ধারাক্রমে অসঙ্গতি রয়েছে বলে দেখা গেছে। একইসঙ্গে প্রশ্নপত্রে পুনরাবৃত্তিও পাওয়া গেছে। বিষয়টি শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে বলে জানা যায়।

#পরীক্ষা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ভর্তি