আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৪ মে থেকে শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। বোর্ডের ৮টি অঞ্চল থেকে মাদরাসা প্রধান বা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ এবং যথাসময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা ২০২৫-এর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরের আঞ্চলিক কার্যালয় থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।
ঢাকা অঞ্চলের রেজিস্ট্রেশন কার্ড মাদরাসা বোর্ডের রেজিস্ট্রেশন শাখা থেকে এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয় হতে বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোন প্রকার ভুলত্রুটি (বিভাগ-বিষয়-ছবি-দাখিল অনুযায়ী তথ্য না হওয়া) পরিলক্ষিত হলে সংশোধনের জন্য ২৫ মে পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র (আঞ্চলিক হতে অবহিত হয়ে) বোর্ডের রেজিস্টার বরাবর আবেদন করা যাবে।
রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের নির্দেশায় বলা হয়েছে-রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য রেজিস্ট্রার বরাবর মাদরাসার প্যাডে আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের মাদরাসা প্রধান অথবা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিকে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র দিয়ে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য অত্র বোর্ডের রেজিস্ট্রেশন শাখায় আসতে হবে।
মাদরাসা প্রধান নিজে বা পাঠনো প্রতিনিধির আবেদনে গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড করা হবে না। আঞ্চলিক কার্যালয় হতে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের মাদরাসা প্রধানের উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথাসময়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।