ডিসির নেতৃত্বে জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি | মাদরাসা নিউজ

ডিসির নেতৃত্বে জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি

ডিসির নেতৃত্বে জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি গঠন

#কারিগরি #মাদরাসা

জেলা প্রশাসককে সভাপতি করে ১৫ সদস্যের জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ। জেলার সব সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই কমিটির আওতাভুক্ত।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, শিক্ষার মানোন্নয়ন ও সমন্বয়সহ বিভিন্ন কাজ করবে এই কমিটি।

মূলত, কারিগরি ও মাদরাসা শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, প্রচার ও প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কার্যক্রম তদারকি, সার্বিক আইনশৃঙ্খলাসহ শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা, প্রতিষ্ঠানের অবকাঠামোর গুণগতমান নিশ্চিত, চাহিদাভিত্তিক ট্রেড টেকনোলজি নির্ধারণ এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ প্রদান করাই এই কমিটির লক্ষ্য।

জেলা প্রশাসকের নেতৃত্বে এই কমিটিতে আরো আছেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ।

ডিসির নেতৃত্বে জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি

ডিসির নেতৃত্বে জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#কারিগরি #মাদরাসা