এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন ভবন/ইমারত, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করার বিধান রয়েছে, অতঃপর তা ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইনে সংযোগ হওয়ার কথা কিন্তু জরিপ করে দেখা যায় যে,
অল্প সংখ্যক ভবন/ইমারতে স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে;
অল্প সংখ্যক ভবন/ইমারতে সেপটিক ট্যাংক আছে এবং তা ঢাকা ওয়াসার স্যুয়েজ লাইনের সাথে সংযুক্ত রয়েছে;
অল্প সংখ্যক ভবন/ইমারতে সেপটিক ট্যাংক রয়েছে কিন্তু তা ঢাকা ওয়াসার স্যুয়েজ লাইনের সাথে সংযুক্ত নয়;
অল্প সংখ্যক ভবন/ইমারতে হোল্ডিং ট্যাংক রয়েছে কিন্তু তা ঢাকা ওয়াসার স্যুয়েজ লাইনের সাথে সংযুক্ত নয়;
অধিকাংশ ভবন/ইমারতে কার্যকর সেপটিক ট্যাংক/এসটিপি (স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই।
বিস্তারিত নিচে দেখুন -