চিকিৎসকদের মহাসমাবেশ আজ, বন্ধ আউটডোর-ইনডোর সেবা | মেডিক্যাল নিউজ

চিকিৎসকদের মহাসমাবেশ আজ, বন্ধ আউটডোর-ইনডোর সেবা

চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে চিকিৎসকদের মহাসমাবেশ আজ। বন্ধ থাকবে সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা।

#মেডিক্যাল #শিক্ষার্থী

চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে চিকিৎসকদের মহাসমাবেশ আজ। বন্ধ থাকবে সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা।

বুধবার (১২ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকরা মহাসমাবেশ করবেন। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রাও করবেন তারা।

মঙ্গলবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সারাদেশের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা বন্ধ থাকবে, কিন্তু মানবিক দিক বিবেচনায় জরুরি সেবা (আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড) চলমান থাকবে। একইসঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে।

আরও জানানো হয়, বুধবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশের ডাক দেওয়া হলো। ঢাকা ও ঢাকার বাইরের চিকিৎসকরা সমাবেশে যোগ দেবেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকদের পাঁচ দফা দাবি—

>> এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে।

>> রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না।

>> মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং মানহীন ম্যাটস (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধ করতে হবে।

>> জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

>> চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

#মেডিক্যাল #শিক্ষার্থী