ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠান হলি উৎসব বা দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীরা রং খেলায় মেতে উঠেন। শিক্ষার্থীদের গালে মুখে দেখা যায় আবিরের রং। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রং মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছে অন্যরা। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় টিএসসি করিডোরও যেনো উৎসবের আমেজে মেতে উঠেছে।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী প্রান্ত বিশ্বাস তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরই আমার প্রথম দোল উৎসব। আমার কাছে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই আপুদের সঙ্গে দোল উৎসবে অংশগ্রহণ একটি অন্যরকম অনুভূতির। সবাই অনেক আনন্দ করেছি। আমার কাছে একটি সেরা উৎসব হয়ে থাকবে এটি।
বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, আমরা আজ সারা দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সবাই এতে অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এবছরের উৎসব আয়োজন করেছি।