ধ*র্ষণ মামলার আইন সংশোধনের খসড়া প্রস্তত | বিবিধ নিউজ

ধ*র্ষণ মামলার আইন সংশোধনের খসড়া প্রস্তত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণ ও নারীদের হেনস্তার ঘটনায় সরকারের জিরো টলারেন্স। ধর্ষনের মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি করা হয়েছে।

#ধর্ষণ

ধর্ষণ ও নারীদের হেনস্তার ঘটনায় সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ধর্ষণ মামলার আইন সংশোধনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে পাঁচ দফা দাবি জানিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের দেয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরইমধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে।

বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর ওপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানান আসিফ নজরুল। 
 
তিনি বলেন, ‘মেয়েদের যারা উত্ত্যক্ত করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ নিজেকে নৈতিকভাবে পরিশুদ্ধ করে মোরাল পুলিশিং করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেন, ‘মাগুরায় শিশু ধর্ষণ মামলা যেন কালক্ষেপণ না হয়, সেই নির্দেশ দেয়া হয়েছে।’

#ধর্ষণ