প্রদর্শকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ | কলেজ নিউজ

প্রদর্শকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

প্রকাশিত তালিকায় কোনো সংশোধন অথবা ব্যাখ্যা বা রেকর্ড সরবরাহের প্রয়োজন হলে তা ৩০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

#প্রদর্শক #পদোন্নতি

সারাদেশের সরকারি কলেজ ও মাদরাসায় কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শকদের পদোন্নতির খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত তালিকায় কোনো সংশোধন অথবা ব্যাখ্যা বা রেকর্ড সরবরাহের প্রয়োজন হলে তা ৩০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার মাউশি অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানা যায়।

তালিকা দেখতে ক্লিক করুন এখানে

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রাজস্বখাতে কর্মরত প্রদর্শকদের (গ্রেড-১০) সরকারি কলেজের প্রভাষক (ক্যাডার) ৯ম গ্রেডে পদোন্নতির লক্ষ্যে দপ্তর-প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য ও বিদ্যমান বিধি-বিধিানের আলোকে আবেদনকৃত মোট ২৬১ জন প্রদর্শকের বিষয়ভিত্তিক খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হলো। প্রকাশ করা জ্যেষ্ঠতা তালিকা সংশোধনের লক্ষ্যে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, ২০১১ এর ৯ অনুযায়ী ৩০ কর্মদিবস মাউশির ওয়েবসাইটে থাকবে। প্রকাশিত তালিকায় কোনো আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্রসহ এ অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মন্তব্য কলামে বর্ণিত আপত্তিগুলো পরবর্তী কার্যার্থে নিষ্পত্তি প্রয়োজন।

ইতোমধ্যে যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন ও কর্মস্থল পরিবর্তন করেছেন তাদের তথ্য পাঠাতে হবে। এছাড়া, খসড়া তালিকায় মন্তব্য কলামে বর্ণিত আপত্তি, অভিযোগ, পরামর্শ ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে পদের নাম, বিষয় ও খসড়া তালিকার ক্রমিক নম্বর অগ্রায়নপত্রে অবশ্যই উল্লেখ করে ৩ সেট পাঠাতে হবে।প্রদর্শকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#প্রদর্শক #পদোন্নতি