ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এর আগে শুক্রবার (২ মে) এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার সূচী পরিবর্তন করা হয়।

#ভর্তি #পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ । শনিবার (৩ মে) দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এর আগে শুক্রবার (২ মে) এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার সূচী পরিবর্তন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তিচ্ছু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২ মে’র (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে।

এদিকে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ৭ এপ্রিল শেষ হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের শেষ তারিখ বলা হয়েছে ২৪ জুলাই। একইসঙ্গে ক্লাস শুরু হবে আগামী ৩ আগস্ট।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ভর্তি #পরীক্ষা