ঢাবির ছাত্রদল নেতা হত্যা, মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবির ছাত্রদল নেতা হত্যা, মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর

এসময় সোহরাওয়ার্দী উদ্যান ও মুক্ত মঞ্চে ভাঙচুর করে তারা।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় সোহরাওয়ার্দী উদ্যান ও মুক্ত মঞ্চে ভাঙচুর করে তারা।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত দুইটায় বিক্ষোভ মিছিল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর করে শিক্ষার্থীরা।

জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার আলম সাম্য। এময় অন্য একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যায় বহিরাগত মোটরসাইকেল চালক।

এ বিষয়ে ঢাবির স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বলেন, কোন এক বহিরাগত মোটরসাইকেল চালক বাংলা একাডেমির সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়। আমি বর্তমানে হাসপাতালে তার লাশের পাশেই দাঁড়িয়ে আছি।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক