ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) উদ্যোগে ‘অ্যাডভান্সড কোর্স অন রিসার্চ মেথডোলজি (এসিআরএম)’ ২৭তম ব্যাচের সনদ প্রদান করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় আইইআরের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স কক্ষে সনদ প্রদান করা হয়।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইইআরের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় বাজেট সীমিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি বলেন, এআইয়ের যুগে টিকে থাকতে হলে গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার জন্য আরও বাজেট বরাদ্দ প্রয়োজন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মনিনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি ও তা বিতরণ। আর গবেষণার মাধ্যমেই জ্ঞান সৃষ্টি সম্ভব। আইইআর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গবেষক তৈরি করতে হলে শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য গবেষণার তহবিল বৃদ্ধি করা, স্কোপাস ও এনভিভোর মতো আন্তর্জাতিক গবেষণা টুল সাবস্ক্রিপশন চালু করা জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক হোসনে আরা বেগম ও অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. তামান্না সুলতানা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক সায়রা হোসেন।
সনদ বিতরণ, অতিথিদের বক্তব্য, গ্রুপ ছবি এবং রাতের খাবারসহ অনুষ্ঠানটি ছিল অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময় ও গঠনমূলক অভিজ্ঞতা। আইইআরের পক্ষ থেকে গবেষণার মান উন্নয়নে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা।