ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি সরজমিন গিয়ে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। রেজিস্ট্রার অফিসে তার বদলি হলেও তিনি সেখানে অফিস করেন না।
জানা যায়, ছাত্রজীবনে সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা লাভলু মোল্লা সবশেষ ছিলেন ভিসি অফিসের ডেপুটি রেজিস্ট্রার। ৪ আগস্ট ছাত্র-জনতার বিরুদ্ধে তার নেতৃত্বে রেজিস্ট্রার বিল্ডিংয়ে মিছিল হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়। ফলে গভীর মনস্তাপে অফিস করাই বাদ দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, ছাত্রলীগের সাবেক এই নেতা এখনো মনে করেন ‘২০২৬ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ ফিরে আসবে’ এবং তিনি সবাইকে ‘দেখে নেবেন’- এমনই অভিযোগ তার সহকর্মীদের। জানতে চাইলে লাভলু মোল্লা বলেন, অফিসে আমার বসার কোনো জায়গা নাই। তাই আমি অফিসে গিয়ে ঘুরে চলে আসি। তবে আমি নিয়মিত অফিসে যাই। তাছাড়া আমাকে দায়িত্বও দেয়া হয়নি। তবে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তার করা মন্তব্যের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন বলেন, লাভলু মোল্লা ভিসি অফিসের সঙ্গে সংযুক্ত ডেপুটি রেজিস্ট্রার ছিলেন। নতুন ভিসি আসার পরে তাকে রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়। অন্যান্য বদলি হওয়া কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হলেও তাকে কোনো দায়িত্ব দেয়া হয়নি বিধায় সে এখন অফিস করে না।