নবাব খাজা স্যার সলিমুল্লাহ। ছবি : সংগৃহীত
নবাব খাজা স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মৌলিক রচনা লিখে ২৭ মের মধ্যে অনলাইন বা অফলাইনে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এস এম হল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে এক বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। জানা যায়, রচনার বিষয় ‘বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় নবাব খাজা স্যার সলিমুল্লাহর প্রাসঙ্গিকতা’। এই বিষয়ে রচনা লিখে ২৭ মের মধ্যে জমা দিতে হবে।এই রচনা বাংলা ভাষায় লিখিত মৌলিক রচনা হতে হবে, শব্দ সংখ্যা হবে ন্যূনতম দুই হাজার থেকে সর্ব্বোচ তিন হাজার। রচনাটি এ-ফোর সাইজ কাগজে ১ দশমিক ৫ লাইন স্পেসে, শুদ্ধ বানানে, ১৪ ফন্টে টাইপ করে, পিডিএফ কপি হলের ই-মেইল ([email protected]) ঠিকানায় অথবা দুটি হার্ড কপি নির্ধারিত তারিখের মধ্যে হল অফিসে জমা দিতে হবে।
ই-মেইলে বিষয়ের স্থানে ‘সলিমুল্লাহ মুসলিম হল রচনা প্রতিযোগিতা ২০২৫’ লেখা থাকতে হবে। রচনায় ব্যবহৃত তথ্যের তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
এছাড়াও রচনার প্রথম পৃষ্ঠায় লেখকের নাম, ঠিকানা, বিভাগ, বর্ষ, সেশন, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা লিখতে হবে। পিডিএফের দ্বিতীয় পাতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আইডি কার্ডের ছবি বা স্ক্যান কপি যুক্ত করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।