ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান করা হয়েছে। অমর একুশে হলের ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দে অনার্স-মাস্টার্স পাস করা শিক্ষার্থীদেরও তিন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হবে। আবেদনপত্র হল অফিসে পাওয়া যাবে এবং ৩ জুনের মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ক্যাটাগরি সর্ম্পকে বিস্তারিত জানানো হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১ এ বলা হয়েছে, মেধায় বিশেষ কৃতিত্ব: অমর একুশে হলে সংযুক্ত আবাসিক-অনাবাসিক ছাত্রদের মধ্যে একজন ছাত্র তার বিভাগের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্ব অর্জন (নূন্যতম সিজিপিএ ৩ দশমিক ৫ বা এর অধিক) করলে আবেদন করতে পারবে। একাধিক আবেদনকারী একই যোগ্যতাসম্পন্ন হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল এবং অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ড বিবেচনায় নেয়া হবে। এখানে এখানে মাস্টার্স ক্যাটাগরিতে প্রতি বিভাগ-ইনস্টিটিউট থেকে প্রতি শিক্ষাবর্ষের জন্য সম্মিলিতভাবে বিভিন্ন (থিসিস-নন থিসিস অথবা অন্যান্য) গ্রুপ থেকে সর্ব্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন মেধাবী ছাত্রকে প্রভোস্ট অ্যাওয়ার্ড দেয়া হবে।
ক্যাটাগরি-২: ক্রীড়া-সাংস্কৃতিক-সহশিক্ষা কার্যক্রম: মনোনয়ন পেতে হলে এ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ন্যূনপক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করতে হবে।
ক্যাটাগরি-৩: সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড: রক্তদান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সক্রিয় অংশগ্রহণ অথবা সাহসিকতাপূর্ণ কাজের জন্য আবেদন করা যাবে।
যেসব কারণে আবেদন বিবেচনা করা হবে না: আবেদনকারীর বিরুদ্ধে হলে কিংবা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কিংবা একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয়ে থাকলে কিংবা এই ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন থাকলে। আবেদনকারীর কাছে হল কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো বকেয়া দাবি থাকলে।
আবেদনকারী যদি হলের আবাসিক ছাত্র হয় এবং তার কাছে কোনো বৈধ আবাসিকতা কার্ড না থাকে। ভুল, অসত্য কিংবা প্রতারণামূলক তথ্যের ভিত্তিতে কেউ প্রভোস্ট অ্যাওয়ার্ড পেয়ে থাকলে অ্যাওয়ার্ড কমিটি পরবর্তীতে তা প্রত্যাহার করতে পারবে। অ্যাওয়ার্ড মনোনয়নে অ্যাওয়ার্ড কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।