সাম্য হত্যা মামলায় গ্রেফতার আরো ৩ | বিশ্ববিদ্যালয় নিউজ

সাম্য হত্যা মামলায় গ্রেফতার আরো ৩

‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই। যেকোনো প্রয়োজনে সাম্যের পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।’

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শাহরিয়ার আলম সাম্য #ছাত্র

ঢাবি উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন সাম্যের বাবা ও তিন ভাই। ছবি : সংগৃহীতঢাবি উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন সাম্যের বাবা ও তিন ভাই। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে আজ বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

ঘটনার পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৬ জনে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাম্য হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত ও বিচারের আওতায় আনতে প্রশাসন নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

আজ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্য’র বাবা মো. ফকরুল আলম।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতিশীল ও সক্রিয় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই—এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম. শরীফুল আলম ও এস. এ. এম. শহিদুল আলম।

উপাচার্য বলেন, “আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করছি।

অপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করার পাশাপাশি সাম্য’র পরিবারের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পাশে থাকবে।”

সাম্য ছিলেন এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও সহপাঠীদের দাবি, প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শাহরিয়ার আলম সাম্য #ছাত্র