ঢাবি ছাত্র সাম্য হ/ত্যা মা/মলা দ্রুতই পাঠানো হবে বিশেষ ট্রাইব্যুনালে | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি ছাত্র সাম্য হত্যা মামলা দ্রুতই পাঠানো হবে বিশেষ ট্রাইব্যুনালে

‘দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সাম্য হত্যার কাগজপত্র বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে’।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #উপাচার্য #শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #হত্যা

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সাম্য হত্যার কাগজপত্র বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে’।

শনিবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা শেষে এক যৌথ ব্রিফিংয়ে এ সব কথা জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের যথাযথ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে এটা পাঠিয়ে দেব। দ্রুত সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার পর আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে চাই আমার চেষ্টা করবো এ ধরণের অপরাধের মূল উদঘাটন করতে। তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, গভীর রাতে এমন একটি ঘটনা ঘটেছে। যারা এর সাথে জড়িত তাদের অনেকেই অসুস্থ ছিল। তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতাল থেকে হেফাজতে নেই।

পরে আদালত থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম আগামী সাত দিনে শেষ করে আমরা চেষ্টা করবো পুলিশের তরফ থেকে পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়ার জন্য।

তবে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু তদন্তের খাতিরে সব বলতে পারছি না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #উপাচার্য #শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #হত্যা