ঢাবি ছাত্র সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি ছাত্র সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত

শাহরিয়ার আলম সাম্যের অকাল মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শ্রদ্ধা ও স্মরণে আজ পূর্ণদিবসের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শাহরিয়ার আলম সাম্য #শিক্ষার্থী

শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শোক দিবস ঘোষণা করা হয়েছে। এদিন অর্ধ দিবস বিশ্ববিদ্যালয়টির ক্লাস-পরীক্ষা বন্ধের কথা থাকলেও তা পূর্ণদিবস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় আজকের পূর্ণদিবসের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা স্থগিতের কথা জানালেও হঠাৎই পূর্ণ দিবস বন্ধ থাকার ঘোষণা জানান হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শাহরিয়ার আলম সাম্য #শিক্ষার্থী