ধর্ষণ ও নারী নির্যাতনের ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাবির রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে থেকে মিছিলটি আবারও টিএসসির রাজু ভাস্কর্যে এসে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মানুষ হিসেবে অন্য মানুষের ওপর নির্যাতন করা অমানবিক। বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী এবং শিশু। আর এই বৃহৎ জনসংখ্যার ওপর নির্যাতন মেনে নেয়া যায় না। যারা নারী ও শিশু নির্যাতন করছে তাদের সুষ্ঠু বিচার হওয়া দরকার। একই সঙ্গে সবার মাঝে জনসচেতনতা দরকার।
প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ জিনাত শারমিন বলেন, নারীর প্রতি নির্যাতন বা সহিংসতা নতুন কোনো বিষয় নয়, যুগ যুগ থেকে চলে আসছে। একবিংশ শতাব্দীর দুই যুগ পেড়িয়ে গেছে, আমাদের সভ্য হবার কথা আমরা বরং বর্বরতা দেখছি। নারী-পুরুষ নির্বিশেষে একজন মানুষের পরিচয় বহন করতে হলে আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ। হোক না ছোট কিংবা বড় পরিসরে, বজ্রকন্ঠে কিংবা মৌনতায়, ভিন্ন ভিন্ন প্রতিবাদের ভাষায় যার যার জায়গা থেকে এই প্রতিবাদটুকু জানাতে হবে।