সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবি ভিসির শোক | বিশ্ববিদ্যালয় নিউজ

সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবি ভিসির শোক

অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই শিক্ষাবিদ। বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্তানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আরেফিন সিদ্দিক গত ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পর থেকে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।