ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং সার্বিক নিরাপত্তায় রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট বন্ধ থাকবে।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেস অফিস থেকে এরই মধ্যে এই সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের ইউনিফর্ম পড়ে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না।
পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে বা সন্দেহজনক কর্মকান্ড দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান,প্রক্টর অফিস,এস্টেট ম্যানেজারকে জানাতে হবে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।