ঢাবির ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’, সমালোচনায় বাতিল হচ্ছে | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’, সমালোচনায় বাতিল হচ্ছে

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শব্দটা ভুলবশত ব্যবহার করা হয়েছে। বিগত বছরের বিজ্ঞপ্তিটা কপি-পেস্ট করতে গিয়ে এমনটা হতে পারে। আমরা বিজ্ঞপ্তিটি সংশোধন করে আবার আপলোড করছি।’

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয়

গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটায় ভর্তিতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার বাতিল হলেও চলতি বছর ফের শব্দটি ব্যবহার করা হয়েছে।

২ মে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তি বিজ্ঞপ্তিতে শব্দটি ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। কর্তৃপক্ষ বলছে, ভুলে বিজ্ঞপ্তিতে শব্দটি রয়ে গেছে, এটি বাতিল হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘কলা অনুষদের কোটার ভর্তির বিজ্ঞপ্তিতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের বিষয়টি নজরে। আমি কলা অনুষদের ডিনের সঙ্গে এ বিষয়ে কথা বলিছি।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, কোথাও ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করা হচ্ছে না। অনেক সময় দেখা যায়, গত বছরের বা তার আগের বছরের বিজ্ঞপ্তিতে যেটা ছিল, এ বছর‌ও সেটাই চলে এসেছে।

আমি কলা অনুষদের ডিনকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সেটা সংশোধন করছে বলেছে। তিনি দ্রুত‌ই এ ব্যাপারটি দেখবেন।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শব্দটা ভুলবশত ব্যবহার করা হয়েছে। বিগত বছরের বিজ্ঞপ্তিটা কপি-পেস্ট করতে গিয়ে এমনটা হতে পারে।

আমরা বিজ্ঞপ্তিটি সংশোধন করে আবার আপলোড করছি।’

উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করার কারণে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রশাসনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ শব্দটি ব্যবহার বাতিল করা হয়।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয়