ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূকম্পন মঙ্গলবার গভীররাতে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের নিকটবর্তী অঞ্চলে। এর মাত্রা ছিল ৫ দশমিক ২, আর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৪৭ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর। ভূ-পৃষ্ঠের কাছাকাছি অবস্থানের কারণে এর কম্পন আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ জানায়, মণিপুরের ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৫৪ কিলোমিটার।
ভূমিকম্পের তীব্রতা বেশি না হলেও গভীরতা কম থাকায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ রাজধানী ঢাকায় কম্পন ভালোভাবেই অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে না।