দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা।
বি ইউনিট তথা মানবিক শাখার পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছে প্রায় ছয় হাজার ৯২৪ জন পরিক্ষার্থী। শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছেন। তবে শিক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্বরত আছেন। সংগঠন দুইটির সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, হলে প্রবেশের লাইন ঠিক করা, বিভিন্ন ফটকে নিরাপত্তা প্রদান, পরীক্ষার্থীদের আসবাবপত্র হেফাজতে রাখা, শিক্ষার্থীদের হলে পৌঁছে দেয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়াও হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের চেকিং কক্ষ দেখিয়ে দেওয়া, প্রবেশপত্রে ভুল হলে ঠিক করে দেওয়ার কাজও করছে সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, স্বেচ্ছাসেবা একটি মহৎ কাজ। এর মাধ্যমে আমরা দেশের সেবা করার সুযোগ পাচ্ছি। আমরা দেশ ও জনগণের সেবার জন্য এই সংগঠনে যুক্ত হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও অনুষ্ঠানে আমরা প্রশাসনকে সহযোগিতা করে থাকি। সেই ধারাবাহিকতায় নতুন ভর্তিচ্ছুদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই সুন্দরভাবে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হোক।
ইবি বিএনসিসির সিইউও মুগ্ধ দৈনিক আমাদের বার্তাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্যরা আছি।
আমরা নিরলসভাবে শিক্ষার্থীদের সহযোগিতায় ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের সহায়তায় প্রধান ফটকে আমাদের বুথ ও হেল্প ডেস্ক রয়েছে। আমরা শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, রোভার স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
আমরা সবসময় শিক্ষার্থী ও মানুষের কল্যাণে কাজ করছি। আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের আসবাবপত্র রাখার জন্য বুথ রয়েছে।