নিয়ম ভেঙে মাস্টার্সে ভর্তি ইবি ছাত্রদল নেতা | বিশ্ববিদ্যালয় নিউজ

নিয়ম ভেঙে মাস্টার্সে ভর্তি ইবি ছাত্রদল নেতা

ভর্তি হওয়া অন্য ছাত্রদল নেতাদের প্রকৃত রাজনৈতিক সমস্যা থাকলেও আনোয়ার পারভেজের কোন পারিবারিক ও রাজনৈতিক সমস্যা ছিল না। আওয়ামী আমলে তাকে ক্যাম্পাসে অবাধে চলাচল, আড্ডাসহ অন্যান্য কর্মকান্ড করতে দেখা যেত।

#ভর্তি #ইবি #ছাত্রদল #ইসলামী বিশ্ববিদ্যালয় #মাস্টার্স

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একাডেমিক অর্ডিন্যান্সের পুন:ভর্তির ধারা লঙ্ঘন করে ছয় ছাত্রদল নেতাকে নিয়মিত মাস্টার্সে পুন:ভর্তি নেয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তাদের মাস্টার্সে পুন:ভর্তি নেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পুন:ভর্তি ধারা অনুযায়ী পর পর দুই বছর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নিয়মিত মাস্টার্সে পুন:ভর্তির সুযোগ নেই। তবে অর্ডিন্যান্সের এই নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি ছয়জনকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে পুন:ভর্তি নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও বিষয়টি বিবেচনায় নিয়েছে প্রশাসন। অর্ডিন্যান্সের বাইরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিবন্ধকতার বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাদেরকে ভর্তি নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক বিবেচনার কথা বললেও ভর্তি হওয়া সবাই রাজনৈতিক কারণ দেখিয়ে পুন:ভর্তির আবেদন করেননি। এদের মধ্যে একজন পারিবারিক কারণ দেখিয়ে আবেদন করেন বলে জানা গেছে। এমনকি আবেদনে তার দেয়া পারিবারিক কারণটিও মিথ্যা বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক আমাদের বার্তাকে বলেন, রাজনৈতেক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন কন্টিনিউ করতে পারেনি শুধুমাত্র এমন বিষয়গুলোতে কনসিডার করা হয়েছে। এছাড়া অর্ডিন্যান্স বহির্ভূত অন্য কোন বিষয় কনসিডার করা হয়নি। পারিবারিক বা অন্য কারণে পড়ালেখা শেষ করতে পারেনি এমন কারো ভর্তির সুযোগ নেই। আমি শুধু চিঠিটা ইস্যু করেছি। এছাড়া আমার কিছু জানা নেই। কমিটিই ভালো বলতে পারবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি হওয়া অন্য ছাত্রদল নেতাদের প্রকৃত রাজনৈতিক সমস্যা থাকলেও আনোয়ার পারভেজের কোন পারিবারিক ও রাজনৈতিক সমস্যা ছিল না। আওয়ামী আমলে তাকে ক্যাম্পাসে অবাধে চলাচল, আড্ডাসহ অন্যান্য কর্মকান্ড করতে দেখা যেত। বিভিন্ন সময় আন্তবিভাগ ও আন্তহল ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এমনকি ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ২০১৭ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেই থাকতেন। যেখানে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে তার থেকে প্রায় দুই বছর আগেই হল ছাড়তে হয়েছিল। এছাড়া আনোয়ার পারভেজ ২০১৭ খ্রিষ্টাব্দের পর হলে থাকার সুযোগ না পেলেও তাকে ক্যাম্পাসে চলাফেরা, আড্ডা দেওয়াসহ আন্তবিভাগ ও আন্তহল ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেখা যেত।

এসব বিষয়ে জানতে চাইলে হলে থাকা ও ক্যাম্পাসে খেলাধুলা করার বিষয়গুলো স্বীকার করে আনোয়ার পারভেজ বলেন, ২০১৭ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর পর্যন্ত হলে থাকতে পেরেছিলাম। যখন হলে ছিলাম তখন অনার্সও শেষ হয়নি। মাস্টার্স তো অনেক পরের কথা। বিভিন্ন সময় ক্যাম্পাসে ছিলাম, খেলাধুলা করা আর নিয়মিত ক্লাস করা এক জিনিস না। মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোনো ক্লাস করতে পারি নাই। যথেষ্ট প্রতিবন্ধকতা ছিল। পরীক্ষা দেয়ার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে নিয়মিত ক্লাস করতে পারিনি সেখানে পরীক্ষা তো অনেক পরের কথা।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আমাদের বার্তাকে বলেন, পুন:ভর্তির বিষয়ে একাডেমিক কাউন্সিল থেকে কমিটি করা হয়েছিলো। পরে কমিটির সুপারিশ সিন্ডিকেটে অনুমোদন হয়। পারিবারিক কারণে কারো ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি এবং এ বিষয়ে প্রতিবেদককে কমিটি অথবা রেজিস্ট্রারের সাথে কথা বলতে বলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ভর্তি #ইবি #ছাত্রদল #ইসলামী বিশ্ববিদ্যালয় #মাস্টার্স