ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ভর্তি #পরীক্ষা #শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ। এতে ২ হাজার ২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পাস করার জন্য ৩০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

‘ডি’ ইউনিটভুক্ত বিভাগসমূহ হলো- ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা সাহিত্য বিভাগ।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন ও অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ সার্বিক মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন। যে ভবনগুলোতে পরীক্ষা হবে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ভর্তি #পরীক্ষা #শিক্ষার্থী