নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে থানায় দিলো ইবি শিক্ষার্থীরা | বিশ্ববিদ্যালয় নিউজ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে থানায় দিলো ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতা সাইমুন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক।

জানা যায়, ছাত্রলীগ নেতা সাইমুন খানের পড়াশোনা শেষ হওয়ায় ক্যাম্পাস সনদপত্র তুলতে আসছিলেন। সন্ধ্যার দিকে প্রধান ফটকে আড্ডা দিতেছিল। এ সময় শিক্ষার্থীরা খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঘোরাঘুরি করা অবস্থায় তাকে আটক করে। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তুলে দিলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। আমরা জানতে পেরেছি সে (সায়মুম খান) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা। তাকে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে কোর্টে চালান করা হবে।

এ দিকে সাইমুন খানের বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত বছরের জুলাই আন্দোলনের আগে জুনে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলামকে আনাস হলের (পূর্বের শেখ রাসেল হল) ছাদে ডেকে নিয়ে ছাদ থেকে ফেলে প্রাণনাশের হুমকি দেওয়াসহ মারধরের অভিযোগে রয়েছে। এ ঘটনায় ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী বিচার চেয়ে প্রক্টরের কাছে অভিযোগ দায়ের করেছিল। এছাড়াও মারধরের ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থী খায়রুল ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান বলেন, যেহেতু সে ছাত্রলীগের পোস্টধারী নেতা। সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দিতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই অবগত রেখেছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #ছাত্রলীগ