ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে শিক্ষার্থীদের সঙ্গে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেছেন তিনি।
গতকাল সোমবার রাতে উপাচার্য হল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
হলটির আবাসিক শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, হলের খাবারের মান বেশিরভাগ সময়েই ভালো থাকে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তদারকি করে তখন একটু ভালো কাবার রান্না করে। পরে আবার মান আগের মতো হয়ে যায়। তবে উপাচার্যের ডাইনিং পরিদর্শন ইতিবাচক। নিয়মিত এমন পরিদর্শন করলে খাবারের মান কিছুটা ভালো থাকবে।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি এর আগে লালান শাহ হলে গিয়েছিলাম। পরে এই হলে এসেছি। আমি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা মিলেই হলের ডাইনিং ঘুরে দেখলাম। শিক্ষার্থীদের সঙ্গে খাবার খেয়েছি। আমার মনে হলো খাবারের মান মোটামুটি ভালো আছে।
শিক্ষার্থীরা তা খেতে পারবেন। এছাড়া খাবারের মান যাতে সবসময় ভালো থাকে সে বিষয়ে হল প্রভোস্টকে নির্দেশনা দেবো। তিনি নিয়মিত তদারকি করবেন। খাবারের মান ভালো রাখার বিষয়টি নিজ জবাবদিহিতার ওপর নির্ভর করে। নিজের কাছে দায়বদ্ধ থাকলে সবকিছুই ভালো করা যায়। হলের শিক্ষার্থীদেরকে বলবো খাবারের বিষয়ে সচেতন থাকতে। কোনো সমস্যা হলে প্রভোস্টকে শিক্ষার্থীরা জানাবেন।