এই ইউনিটে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৮২৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১ শতাংশ। ডি ইউনিটভুক্ত বিভাগসমূহ হলো- ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। ডি ইউনিটের ভর্তি পরীক্ষার
সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষায় ৯১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’