ইবতেদায়ি মাদরাসার অনুদানের চেক ছাড় | মাদরাসা নিউজ

ইবতেদায়ি মাদরাসার অনুদানের চেক ছাড়

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এপ্রিল মাসের অনুদানের চেক ছাড় হয়েছে। ২০ মের পর থেকে এই অর্থ তুলতে পারবেন শিক্ষকরা।

# ইবতেদায়ি মাদরাসা #মাদরাসা #অনুদান

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর। তাদের এপ্রিল মাসের অনুদানের চেক ছাড় করা হয়েছে। শিক্ষকরা ২০ মে তারিখের পর থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের এপ্রিল মাসের অনুদানের চেক ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এই অর্থ পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের অনুদানের জন্য অপেক্ষা করছিলেন। এই অনুদান ছাড়ের ফলে শিক্ষক তাদের পরিবার কিছুটা হলেও আর্থিক স্বস্তি লাভ করবেন।

বিশেষ করে ঈদ-উল-আযহার আগে এই অনুদান পাওয়ায় শিক্ষকরা তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ মেটাতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। শিক্ষকরা নিয়মিত বেতন অনুদান না পাওয়ায় অনেক কষ্টে জীবনযাপন করেন।

সরকারের এই অনুদান তাদের কিছুটা হলেও অর্থনৈতিক সংকট কাটাতে সহায়ক হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নিয়মিতভাবে শিক্ষকদের অনুদান ছাড় করা হবে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর উন্নয়নে সরকার আরও মনোযোগ দেবে।

সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ব্যাংকগুলোতে অর্থ পাঠানো হয়েছে এবং শিক্ষকরা  ২০ মের পর থেকে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে এই অনুদানের অর্থ তুলতে পারবেন।

তিনি শিক্ষকদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানান এবং মাদরাসা শিক্ষার উন্নয়নে অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

ইবতেদায়ি মাদরাসার অনুদানের চেক ছাড়

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

# ইবতেদায়ি মাদরাসা #মাদরাসা #অনুদান