ছবি : সংগৃহীত
প্রবাসী বাংলাদেশীদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিবেন। তবে তা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবং তা আইটি সাপোর্টেড। একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। আজ এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও জানান আরপিওর সংশোধনীতে কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এসব প্রস্তাবনায় রয়েছে হলফনামায় প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ঘোষণা, প্রার্থীর পুরো জীবনের মামলার তথ্য দিতে হবে। নিজের ও পরিবারের অন্য সদস্যদের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।
তিনি জানান খসড়া ভোটার তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ হবে। ঢাকায় খুব বেশি কমবে না আসন। পরিবর্তন খুবই কম হবে হবে বলে জানান তিনি।
নতুন রাজনৈতিক হলের প্রাথমিক যাচাইয়ের কাজ আজ সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে ভেরিফিকেশন হবে বলে জানান ইসির এই কমিশনার।
তিনি জানান ঐকমত্য কমিশনের সাথে ইসির বিশদ আলোচনা হয়েছে। ভোটকেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ইসি। কোথাও থেকে ভালো প্রস্তাব পেলে তা আমলে নিবে কমিশন বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।