দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (১ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) আয়োজিত ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবরার বলেন, "আমি বিশ্বাস করি, আজকের এই মহতী আয়োজন থেকেই বেরিয়ে আসবে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, যারা একদিন দেশের সীমা অতিক্রম করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে।" তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।
শিক্ষাউপদেষ্টা আরও বলেন, "আমরা এমন এক সময় পার করছি, যা কিছুটা অস্থির। এই অস্থির সময় আমি এ জন্য বলব, জাতীয়ভাবেই প্রতিদিন নানারকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি।
এতদিন ধরে যে জনগোষ্ঠী সম্পূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি, তারা এখন সুযোগ পেয়েছে চর্চা করার জন্য। আগে যখনই দাবি-দাওয়া উত্থাপন করত, তখন রাষ্ট্রযন্ত্র তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত।"
অধ্যাপক আবরার আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্মই দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারবে। তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প ও গবেষণা উপস্থাপন করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টিতে এবং তাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।
শিক্ষাউপদেষ্টার এই আহ্বান বিজ্ঞান চর্চার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এমন আশাবাদ অনুষ্ঠানে সকলের মধ্যে সঞ্চারিত হয়।