ছবি : দৈনিক শিক্ষাডটকম
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের ঈদুল-আজহার ছুটির আগে পদোন্নতির জিও প্রকাশসহ অন্যান্য দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির কর্মকর্তারা।
সোমবার (২৬ মে) সকালে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ৩৬তম ব্যাচের পদোন্নতিযোগ্য প্রভাষকদের পদোন্নতি ও অন্যান্য দাবি জানানো হয়।
কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহবায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান বলেন, দীর্ঘ প্রায় ১২ বছর যাবত অনেক সহকর্মী পদোন্নতি বঞ্চিত হযে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ফলে এই বঞ্চিত কর্মকর্তারা সামাজিক মর্যাদার সংকটে পড়েছেন, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও আন্তক্যাডার বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আসন্ন ঈদুল আজহার ছুটির আগে যোগ্য সব প্রভাষকের পদোন্নতি না হলে সব সরকারি কলেজ, অফিস ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
সমিতির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ক্যাডারের সমস্যাগুলো, প্রভাষকদের পদোন্নতি, অধ্যাপকদের ৩য় গ্রেড, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম, সরকারি সাত কলেজের বিদ্যমান সমস্যা এবং সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার যৌক্তিক সমযের মধ্যে সবাইকে সঙ্গে নিয়ে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে নেতারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়াগুলো উপস্থাপন করেন।
এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন ৩য় গ্রেডের কাজ চলমান, ইতোমধ্যে একটি মিটিং হয়েছে। যে কোয়ালিশগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমরা চাইবো অতিসত্ত্বর ৩য় গ্রেড বাস্তবায়ন করা হবে। দফায়-দফায় সভা করা হয়েছে। সবাই আন্তরিক আমরা আশাকরি একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো। আমার কাছে ছুটির ও বিভিন্ন বিষয়ে তথ্য নিয়ে একটা প্রস্তাবনা চেয়েছেন। আমরা এটা পজেটিভভাবে দেখবো। আশাকরছি আমরা অচিরেই ননভ্যাকেশন ঘোষণা করবো।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
এ সময় মহাপরিচালক সব দাবি-দাওযার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য সব প্রভাষকের ঈদুল আজহার ছুটির আগে প্রাপ্য পদোন্নতির ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রস্তুতির ব্যাপারে আপনারা জানেন। অধিদপ্তরের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। একটা বিষয় সাজেস্ট করতে চাই, সেটা হলো শুধু প্রভাষকদের বিষয়ে আমরা একটা লিখিত দেবো। আপনারা এখনি এটা দেন আমি ফরোয়ার্ড করে দেবো। এখানে যেসব কর্মসূচি করেছেন সেটার প্রেক্ষিতে যে লেখাটা আসবে সেটা আমার লিখিত দেয়া হবে। আমাদের সেন্টিমেন্টটা মন্ত্রণালয়ে তুলে ধরবো।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।