শিক্ষক ও সভাপতির সরাসরি আবেদনে ‘না’ শিক্ষা মন্ত্রণালয়ের | স্কুল নিউজ

শিক্ষক ও সভাপতির সরাসরি আবেদনে ‘না’ শিক্ষা মন্ত্রণালয়ের

বলা হয়েছে, এ ধরনের সরাসরি আবেদন বিধি-বিধান পরিপন্থি এবং এর ফলে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

#সভাপতি #শিক্ষক #শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদনের বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, এ ধরনের সরাসরি আবেদন বিধি-বিধান পরিপন্থি এবং এর ফলে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। তাই সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন থেকে বিরত থাকতে হবে।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। এর আগে ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়, যার আলোকে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো কর্মকর্তা, কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা বা পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আবেদনগুলো যথাযথ অধিদপ্তর বা কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।

এর আগে, চলতি বছরের ২১ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আরেকটি পরিপত্রে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই পরিপত্রেও উল্লেখ করা হয়েছিল, ব্যক্তিগত অভিযোগ, এমপিও বা অন্য কোনো বিষয়ে সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ নেই। এই ধরনের পদক্ষেপে মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, এমপিও সংক্রান্তসহ যেকোনো সমস্যা সমাধানে আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে। মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষক ও সভাপতির সরাসরি আবেদনে ‘না’ শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#সভাপতি #শিক্ষক #শিক্ষা মন্ত্রণালয়