শিক্ষিকাকে অশোভন মন্তব্য করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি | স্কুল নিউজ

শিক্ষিকাকে অশোভন মন্তব্য করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

ঘটনার সূত্রপাত আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহারের মাতৃত্বকালীন ছুটির আবেদনের পর। ওই শিক্ষিকার স্বামী আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে অভিযোগ রয়েছে, অফিসার আবদুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, ‘বাচ্চা নিতে হবে কেন?’—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

#বদলি #শিক্ষা কর্মকর্তা

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই বদলি ‘প্রশাসনিক কারণে’ এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আদেশটি জারি করেন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. সাজ্জাদ হোসেন।

এর আগে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহারের মাতৃত্বকালীন ছুটির আবেদনের পর। ওই শিক্ষিকার স্বামী আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে অভিযোগ রয়েছে, অফিসার আবদুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, ‘বাচ্চা নিতে হবে কেনো?’—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই মন্তব্য নারী কর্মীদের প্রতি অবমাননাকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চমহলে পৌঁছে যায় এবং তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষক সমাজ এই মন্তব্যকে ‘অপেশাদার, অবমাননাকর ও লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কীসের ভিত্তিতে বদলি করা হয়েছে আমি নিশ্চিত নই। তবে বেশ কিছুদিন আগে শিক্ষক হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এসেছিলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বদলি #শিক্ষা কর্মকর্তা