নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরী। ফাইল ছবি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণা মোকাবিলায় নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জানানো এবং সচেতনতা তৈরির কথা বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বলা হয়, উপদেষ্টা কমিটির দশম সভায় নেয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এতে আরও বলা হয়, মাদক সেবনের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদরাসাসহ কারিগরি প্রতিষ্ঠানে গঠিত আইন-শৃঙ্খলা কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশও দেওয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।