শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণার অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ | স্কুল নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণার অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক এবং উপ-পরিচালকের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ৯ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আবশ্যিকভাবে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।

#মাদক #শিক্ষাপ্রতিষ্ঠান #মাউশি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে এই প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক এবং উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি থেকে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠির নির্দেশনা মোতাবেক মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত (১) মাদকবিরোধী ডকুমেন্ট্রি; এবং (২) মাদকবিরোধী থিম সং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক এবং উপ-পরিচালকের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ৯ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আবশ্যিকভাবে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদক #শিক্ষাপ্রতিষ্ঠান #মাউশি