সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। ছবি : সংগৃহীত
ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সবাই যেনো সুস্থ ও সচেতন থাকেন, সে লক্ষে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। পাশাপাশি তিনি মৌসুমি ফ্লুর বিস্তাররোধে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিউম্যান মেটানিউমো ভাইরাস, মাইকোপ্লাজমা, করোনা ভাইরাস, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জাসহ নানা ধরনের ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
উপাচার্য বলেন, অন্যান্য ভাইরাস রোগের ন্যায় ইনফ্লুয়েঞ্জাও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা টাইপ-এ, বি এবং টাইপ-সি দ্বারা মানুষ ও অন্যান্য পশু-পাখি নিয়মিত আক্রান্ত হচ্ছে। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে যেকোনো ভাইরাসজনিত সংক্রামক রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভাইরাসজনিত রোগে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই, তবে অসচেতন থাকলে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব ভাইরাসজনিত রোগে সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলিমুল ইসলাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিস্তাররোধে নিম্নে উল্লেখিত সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ দেন: জ্বর, ঠাণ্ডা-কাশি, গলা ব্যথা হলে বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, প্রয়োজন ছাড়া জনাকীর্ণ স্থানে যাওয়া এড়িয়ে চলতে হবে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, সাবান বা স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুয়ে নিতে হবে, বেশি বেশি পানি পান ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। পাশপাশি গরম চা, গরম পানি, আদা, লবঙ্গ, দারুচিনি ও গ্রীন টি বেশি বেশি পান করতে হবে। বিমান, ট্রেন, বাস ও লঞ্চ সহ অন্যান্য যানবাহনে চলাচলের সময় অবশ্যই মাস্ক ব্যবহার ও সতর্কতা অবলম্বন করতে হবে।
ফ্লু রোগের ভাইরাস টাইপ-বি শনাক্তে কীট পদ্ধতির মাধ্যমে সফলভাবে পরীক্ষা করছেন তিনি নিজেই। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম নিজ হাতে ফ্লু ভাইরাস নির্ণয়ের পরীক্ষা করায় সিকৃবি পরিবারের সদস্যরা ক্যাম্পাসেই সহজে ও দ্রুততার সহিত ভাইরাসজনিত রোগ শনাক্তের সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগ সিকৃবির স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।