মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন রেজিস্ট্রার এহসান উল্লাহ খান | বিশ্ববিদ্যালয় নিউজ

মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন রেজিস্ট্রার এহসান উল্লাহ খান

এ নিয়োগের মেয়াদ রেজিস্ট্রার পদে তার যোগদানের তারিখ থেকে চার বছর বা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত বহাল থাকবে।

#বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।

সোমবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, এ নিয়োগের মেয়াদ রেজিস্ট্রার পদে তার যোগদানের তারিখ থেকে চার বছর বা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে রাষ্ট্রপতি বা চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন-২০১৩ অনুযায়ী, কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান রেজিস্ট্রার হিসাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তার দায়িত্ব পাবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন রেজিস্ট্রার এহসান উল্লাহ খান

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#বিশ্ববিদ্যালয়