পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটি দীর্ঘ হওয়ায়, ঈদের আগে দুই শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ১৭ মে ও ২৪ মে অফিস আদালত খোলা থাকবে।
মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দশ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রসঙ্গত, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। আরবি ক্যালেন্ডারের হিসেবে জ্বিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারণ হবে।
উল্লেখ্য, সরকার ঘোষিত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটির মধ্যে দুটি শুক্রবার (৫ জুন ও ১৩ জুন) ও দুটি শনিবার (৭ জুন ও ১৪ জুন) আছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।