অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: ভাইভা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল | শিক্ষক নিবন্ধন নিউজ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: ভাইভা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

‘সনদ দেয়া জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত তাদের রিট মঞ্জুর করেছেন, আদেশ দিয়েছেন। তারা আরো বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন। আমরা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি।’

#শিক্ষক নিবন্ধন #ভাইভা #অষ্টাদশ শিক্ষক নিবন্ধন #হাইকোর্ট

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় ফেল করা ৭৯ জন রিটকারীর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) হাইকোর্টে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়। একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২ জুলাই হাইকোর্টের আদেশে দুটি পৃথক রিটের শুনানি শেষে ভাইভায় ফেল করা ও রিটকারীদের শুধু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়া এবং ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি ২০২৫ এ ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণ করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনদিনের মধ্যে এই আদেশ বাস্তবায়নের জন্যও বলা হয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ-এর বেঞ্চ এমন আদেশ দেন।

আদেশের খবরে তীব্র প্রতিক্রিয়া হয় শিক্ষাখাতের অনেকের মধ্যে। উত্তীর্ণ প্রার্থীরা বলতে থাকেন ফেল করেও আদালতের মাধ্যমে তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে কলূষিত করতে চান।

এদিকে আদেশ চ্যালেঞ্জ করে যথাযথ কাগজপত্র নিয়ে আইনি লড়াই শুরুর সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার আপিল দায়ের করা হয়।

একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, আরো কয়েকহাজার ফেল করা প্রার্থী রিটের জন্য টাকা জোগাড় করছেন মর্মে খবর পাওয়া গেছে।

এদিকে গতকাল সোমবারও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফেল করা প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ফেল করা প্রার্থীরা বলেন, সনদ পাওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত তাদের রিট মঞ্জুর করেছেন, আদেশ দিয়েছেন। তারা আরো বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন। আমরা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে মিছিল করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

উত্তীর্ণ প্রার্থীরা বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় যদি অকৃতকার্যরা স্থান পায় তবে দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। তাই যারা যোগ্যতার ভিত্তিতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হযেছেন। তাদের সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের শিক্ষক সংকট দূর করা হোক।

গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে ২৩ জুন সংশোধিত ফলাফলে আরও ১১৩ জনকে উত্তীর্ণ দেখানো হয়।

এনটিআরসিএ জানিয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। ফল পুনঃপরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয়। এরপরই ফলাফলে অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগে আন্দোলন শুরু করেন অকৃতকার্য হওয়া অনেক প্রার্থী।

তারা দাবি করেন, ভাইভা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগ ওঠে। একাধিক বোর্ডে ৩০ জনের মধ্যে ১ থেকে ৩ জন পাস করেছেন। অন্যদিকে কিছু বোর্ডে ২৯ জনও পাস করেছেন- যা নিয়ে চাকরি প্রত্যাশীরা ফলের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফল প্রকাশের পর আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নেন। সেখানে এনটিআরসিএর প্রধান উপদেষ্টার সহকারী সচিব তাদের দাবি শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা আশ্বস্ত না হয়ে ফলাফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষক নিবন্ধন #ভাইভা #অষ্টাদশ শিক্ষক নিবন্ধন #হাইকোর্ট