বৈষম্যবিরোধী ছাত্র আ/ন্দোলনের নির্বাচন কমিশন গঠন | বিবিধ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচন কমিশন গঠন

নবগঠিত নির্বাচন কমিশন অবিলম্বেই নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে প্রার্থীতা আহ্বান করবে।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #নির্বাচন

কাউন্সিল উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে লুৎফর রহমানকে। তিন সদস্যের কমিশনের অন্য দুই সদস্য হলেন- ওয়াহিদুজ্জামান ও মোহাম্মদ রাকিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসন্ন কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে উপরোক্ত ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা হলো।

নবগঠিত নির্বাচন কমিশন অবিলম্বেই নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে প্রার্থীতা আহ্বান করবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #নির্বাচন