সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে, পুলিশ নির্লিপ্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | বিবিধ নিউজ

সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে, পুলিশ নির্লিপ্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক, এমনটি আশা করা যায়নি। তবে যারা এতে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে।

#মিটফোর্ড হত্যাকাণ্ড #স্বরাষ্ট্র উপদেষ্টা #দ্রুত বিচার ট্রাইব্যুনাল

সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, তারা নির্লিপ্ত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ শনিবার ঢাকা জেলা পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক, এমনটি আশা করা যায়নি। তবে যারা এতে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।

চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কোপানোর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ক্ষেত্রে সময় লাগছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোথাও নির্লিপ্ত নেই।

সম্প্রতি পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদলের দুই পক্ষের মধ্যে সহিংসতায় এক ভাঙাড়ির ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাবি, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেন।

এদিকে গতকাল শুক্রবার চাঁদপুরে একটি মসজিদে খুতবার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে এক ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মিটফোর্ড হত্যাকাণ্ড #স্বরাষ্ট্র উপদেষ্টা #দ্রুত বিচার ট্রাইব্যুনাল