ক্যানসার চিকিৎসায় সবার অংশগ্রহণ জরুরি। সব পর্যায় থেকে ক্যানসার সচেতনতা বৃদ্ধি, ক্যানসারের লক্ষণগুলোর ব্যাপকভাবে পরিচিতি, ক্যানসার স্ক্রিনিং, রোগ নির্ণয় সহজলভ্যকরণ, উপযুক্ত রোগ নির্ণয়কারী জনশক্তি তৈরি জরুরি।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন গাইনিকোলজিস্ট অধ্যাপক সায়েবা আক্তার, জাতীয় ক্যানসার হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, দ্য বারাকাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন, বারডেম জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের হেড বিগ্রেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. জয়নুল ইসলাম, বিশিষ্ট গাইনি ক্যানসার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, ক্যানসার বিশেষজ্ঞ ডা. জি এম আবদুস সালাম, ইনসাফ বারাকাহ কিডনি অ্রান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার মো. মোজাফর হাসান খান মজলিস প্রমুখ।
উক্ত সংবাদ সম্মেলনে ক্যানসার দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম। তিনি দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের পরিচিতি তুলে ধরেন। প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে ২০০৩ খ্রিষ্টাব্দের ২১ মার্চ।
ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েই এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি একটি ক্যান্সার হোম পরিচালনা করছে।
সবপর্যায় থেকে ক্যানসার সচেতনতা বৃদ্ধি, ক্যানসারের লক্ষণসমূহের ব্যাপকভাবে পরিচিতি, ক্যানসার স্ক্রিনিং, রোগ নির্ণয় সহজলভ্যকরণ, উপযুক্ত রোগ নির্ণয়কারী জনশক্তি তৈরি, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ক্যানসার পরিসংখ্যান, ক্যানসার চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স, রেডিও ফিজিসিস্ট ও অন্যান্য জনবলের প্রয়োজনীয়তা নির্ধারণ ও প্রশিক্ষণ প্রয়োজন।