ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার কেন্দ্রে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার (ইএমএস) ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল হাজিরা নেয়াসহ একগুচ্ছ নির্দেশা দেয়া হয়েছে।
একইসঙ্গে অন্যান্য কার্যাবলী ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য কেন্দ্রের প্রধান ও সংশ্লিষ্টদের বলা হয়েছে।
শনিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে এ তথ্য বলা হয়েছে।
ইএমএস সফটওয়্যার ব্যবহারে সেন্টার প্যানেল এবং ইনভিজিলেটর অ্যাপ পরিচালনা,হাজিরা নেয়াসহ নির্দেশনাগুলো- ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের (ইএমএস) মাধ্যমে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষায় (ইএমএস) সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল হাজিরা নেয়া এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করার জন্য কেন্দ্রে প্রধান ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতার জন্য বলা হয়েছে। আরো বলা হয়েছে, পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির কক্ষ পরিদর্শকের তথ্য ইএমএস সফটওয়্যার (ems.nu.ac.bd) কেন্দ্র প্যানেল ইনভিজিলেটর তৈরি করে এবং আ্যপ একসেস দিয়ে নির্দিষ্ট পরীক্ষায় নিয়োজিত করতে হবে। প্রতিটি কেন্দ্রের জন্য ইএমএস সফটওয়্যারে কেন্দ্র প্যানেলেরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, যা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে। ইউজার আইডি হিসেবে কলেজের ইমেইল ব্যবহৃত হবে।
পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে মোবাইল ডিভাইস অন করতে। ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করতে হবে। অনুপস্থিত পরীক্ষার্থীদের রোল নম্বর সেন্টার প্যানেল থেকে এবসেন্ট এন্ট্রি মেনুতে ক্লিক করে টাইপ করে সাবমিট করতে হবে। বহিষ্কৃত পরীক্ষার্থীর তথ্য সেন্টার প্যানেল থেকে বিস্তারিত তথ্য দিয়ে ডাউনলোড করে আগের নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাতে হবে। উপস্থিত এবং অনুপস্থিত পরীক্ষার্থীর তালিকা চূড়ান্ত করার পর টপশিট ডাউনলোড করতে হবে। টপশিট প্রিন্ট করে ১ কপি কেন্দ্রে সংরক্ষণ করবে এবং ১ কপি ইটাইপের সঙ্গে পাঠাতে হবে।
কক্ষ পরিদর্শকের ইউজার আইডি দিয়ে ইনভিজিলেটর অ্যাপে লগইন করে পরিদর্শক ইনভিজিলেটর অ্যাপে নির্ধারিত পরীক্ষা সিলেক্ট এবং কক্ষ নম্বর ক্রিয়েট করবে। পরীক্ষা শুরুর পরপরই উত্তরপত্রের এবং প্রবেশপত্রের কিউআর কোড উপর নিচ রেখে কক্ষ পরিদর্শক তার মোবাইল ফোনে ইনস্টল করা এনইউ ইনভিজিলেটর আ্যাপ দিয়ে কক্ষে উপস্থিত থাকা পরীক্ষার্থীদের হাজিরা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে পাঠানোর জন্য বলা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেই পরীক্ষার্থীর হাজিরার কাজ শেষ করতে হবে।
আগের মত ম্যানুয়াল পদ্ধতিতেও হাজিরাশিটে পরীক্ষার্থীদের হাজিরা নিয়ে, সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।